স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় ঘরের মাঠে এ মৌসুমে নিজেদের শেষ এসপানিওলের কাছে ২-১ গোলে হেরেছে গ্রানাডা।
শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৩ মিনিটে লিও বাতিস্তাওয়ের গোলে লিড নেয় এসপানিওল। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৮ মিনিটে রুবেন ভিজোর আত্মঘাতী গোলে ব্যবধানে দ্বিগুণ করে তারা।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় গ্রানাডা। ২২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরার গোলে দু’গোলের একটি শোধ করে গ্রানাডা।
২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে এসপানিওল। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হয় উভয় দল। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে এসপানিওল।
মৌসুমের শেষে গেলো এপ্রিলে লুকাস অ্যালক্যারাজকে বরখাস্তের পর সাবেক আর্সেনাল ও ইংল্যান্ড অধিনায়ক টনি অ্যাডামসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গ্রানাডা। কিন্তু এরিমধ্যে দলটি পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে পড়েছে।
কে/এমকে